পাঁচ দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার পাঁচটি পিস্তল ও বহু কার্তুজ

মহারাষ্ট্রে মুম্বই পুলিশের বড় সাফল্য।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে সংগঠিত অপরাধ দমন অভিযানে বড় সাফল্য পেল মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটর্শন সেল। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অধীনে কাজ করা এই বিশেষ শাখা পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বলে আজ জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে পাঁচটি পিস্তল এবং চার ডজনেরও বেশি জীবিত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Police

মুম্বই পুলিশ জানিয়েছে, "অ্যান্টি-এক্সটর্শন সেলের অভিযানে এই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। তদন্ত চলছে—গ্রেফতার ব্যক্তিরা কোনো বড় অপরাধচক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।" সূত্রের মতে, ধৃতরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভয় দেখিয়ে টাকা আদায় করত এবং বেআইনি অস্ত্রের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ চালাত। পুলিশের এই অভিযানকে ‘প্রশংসনীয় পদক্ষেপ’ বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মুম্বই শহরে সংগঠিত অপরাধ দমনে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।