রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে দেখুন প্রথম ছবি -

মন্দিরকে ঘিরে যাবতীয় রীতি শুরু হয়ে গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GEaZc8yakAAT7Es.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ, তারপরই চলে আসবে সেই শুভক্ষণ। ১২টা থেকে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রক্রিয়া। কিন্তু তার আগে মন্দিরকে ঘিরে যাবতীয় রীতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রামলালার ছোটও বিগ্রহকে স্নান করিয়ে ফুলের মালা, বিভিন্ন গয়নায় সজ্জিত করা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা সকাল থেকেই বিভিন্ন রীতিনীতিতে ব্যস্ত। নিষ্ঠাভরে চলছে পূজা অর্চনাও।

hiren