/anm-bengali/media/media_files/2025/06/12/Pthrrjg7tBfOuJm86zWD.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গভীর শোক ও আতঙ্ক ছড়াল বুধবার আহমেদাবাদে। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করা এয়ার ইন্ডিয়ার AI-171 নম্বর ফ্লাইটটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। দুঃখজনকভাবে, এ দুর্ঘটনায় কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন এক পুলিশ আধিকারিক।
বিমানটি কোনও যাত্রাবিরতি ছাড়াই ১০ ঘণ্টার সফরের জন্য প্রস্তুত ছিল এবং এতে ছিল ৮০ থেকে ৯০ টন দাহ্য বিমান জ্বালানি। ফলে দুর্ঘটনার অভিঘাত আরও ভয়াবহ রূপ নেয়। ঘনবসতিপূর্ণ এলাকাজুড়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে।
মৃতদের তালিকায় রয়েছেন রাজস্থানের আরাবা গ্রামের বাসিন্দা খুশবু রাজপুরোহিত, যিনি তার স্বামীর সঙ্গে লন্ডনে যাচ্ছিলেন। সদ্য বিবাহিত খুশবুর জন্য এটি ছিল প্রথম বিদেশযাত্রা। এছাড়াও বিমানে ছিলেন রাজস্থানের আরও ১০ জন, যাঁদের মধ্যে কেউ রাঁধুনির কাজে যুক্ত ছিলেন, আবার কেউ মার্বেল ব্যবসায়ীর সন্তান। তবে খুশবুর এই প্রথম বিদেশযাত্রায় শেষ যাত্রায় পরিণত হল। প্লেন দুর্ঘটনায় স্বামীর সাথেই প্রাণ হারিয়েছেন খুশবু নিজেও!
মর্মান্তিক এই ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। এই দুর্ঘটনা গোটা দেশকে শোকস্তব্ধ করে দিয়েছে। স্বপ্নভঙ্গের এই করুণ কাহিনি ভারতের বিমান নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us