/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার দিল্লির তিস হাজারি আদালত প্রাঙ্গণে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কর্মকর্তা-কর্মচারীসহ আইনজীবীদের দুটি ভিন্ন গ্রুপ গুলি চালায়। দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, কোনও বিষয় নিয়ে আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্কের জেরে এই ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Bar Council of Delhi Chairman KK Manan condemns the incident of firing at Tis Hazari Court premises; says, "Detailed inquiry into the matter will be undertaken. It will be inquired if the weapons were licensed or not. Even if the weapons were licensed, no lawyer or anyone else… https://t.co/addS3V4tSa
বার কাউন্সিল অফ দিল্লির চেয়ারম্যান কে কে মানান তিস হাজারি আদালত প্রাঙ্গণে গুলি চালানোর ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'এই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। অস্ত্রগুলোর লাইসেন্স ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। অস্ত্রের লাইসেন্স থাকলেও আদালত প্রাঙ্গণে বা আশেপাশে কোনো আইনজীবী বা অন্য কেউ এভাবে অস্ত্র ব্যবহার করতে পারবেন না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us