পরবন্দর জেটিতে নোঙর করা জাহাজে আগুন

সাগরে টেনে নেওয়া হল।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-22 11.51.44 AM

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের পরবন্দর সুবাসনগর জেটিতে নোঙর করা একটি জাহাজে ভয়াবহ আগুন লাগে। জামনগর-ভিত্তিক এইচআরএম অ্যান্ড সন্সের মালিকানাধীন জাহাজটি চালান হিসেবে চাল ও চিনি বোঝাই করা ছিল।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় জাহাজটিকে মাঝসমুদ্রে টেনে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, জাহাজটি সোমালিয়ার বসাসো বন্দরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতিতে ছিল।