/anm-bengali/media/media_files/RB4k92NFqmwxYmqQANM5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পুজো মণ্ডপে আগুন! ভস্মীভূত সবকিছু। প্রতিমার কাঠামোও পুড়ে গিয়েছে আগুনে। আগরতলার ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার। রাজ্যের পুজো উদ্যোক্তাদের কাছে প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার আবেদন করেছেন। এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''আগরতলার উজান অভয়নগর স্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পুজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট এলাকার শ্রদ্ধালু মানুষজনদের সাথে আমিও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণভাবে মর্মাহত। আমি রাজ্যের সার্বজনীন পুজো উদ্যোক্তাদের প্রতি আবেদন রাখছি পুজো প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য।''
আগরতলার উজান অভয়নগর স্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পূজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট এলাকার শ্রদ্ধালু মানুষজনদের সাথে আমিও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণভাবে মর্মাহত।…
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) October 18, 2023
/anm-bengali/media/post_attachments/eVxuBXK8rMxO7h2YO4DR.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us