New Update
/anm-bengali/media/media_files/dFtXTdkXMo3qNkpPays2.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: আইআইটি খড়্গপুরে ভয়াবহ আগুন। রবিবার দিন খড়্গপুর আইআইটি'র এলবিসি হলে আগুন লেগে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইআইটি খড়্গপুরের লাল বাহাদুর শাস্ত্রী হলের কমন রুমে আগুন লাগে।
ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হলের মধ্যে জ্বলছে আগুন। পুরো জায়গায় ধোঁয়ায় ভোরে গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। সম্পত্তির কোনও ক্ষতি হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
VIDEO | A fire broke out at the common room of IIT Kharagpur's LBS Hall earlier today. pic.twitter.com/4byix1gZnM
— Press Trust of India (@PTI_News) July 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us