New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে মহারাষ্ট্রের থানে শহরের একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত একটি ক্যাফেতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই বিষয়ে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেন, ''আজ বৃহস্পতিবার (১৪ই আগস্ট, ২০২৫) ভোরে এই ঘটনাটি ঘটে। কালওয়ার খারেগাঁও এলাকার চন্দ্রভাগা পার্ক কমপ্লেক্সের একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত পারসিক ক্যাফেতে আগুনটি লেগেছে । সকাল ৪টা ৫৮ মিনিটে ক্যাফের মালিকের কাছ থেকে এই ঘটনার খবর পেয়ে বিপর্যয় ব্যবস্থাপনা সেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
এই ঘটনায় অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়ে ওই ভবন থেকে ইতিমধ্যেই ৩৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, ''এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us