পুড়ে ছাই সরকারের 'দুর্নীতির ফাইল'!

আগুনে সরকারি ফাইল পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত হয় ফায়ার সার্ভিসের গাড়ি। মন্ত্রণালয়ের ঠিক সামনেই নির্মিত হয়েছে সাতপুরা ভবন।

author-image
Pritam Santra
New Update
fire

নিজস্ব সংবাদদাতাঃ ভোপালের সাতপুরা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, স্বাস্থ্য অধিদফতরের অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে ভবনটি খালি করে দেওয়া হয়। আগুনে সরকারি ফাইল পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত হয় ফায়ার সার্ভিসের গাড়ি। মন্ত্রণালয়ের ঠিক সামনেই নির্মিত হয়েছে সাতপুরা ভবন। এর মধ্যে অনেক সরকারি দপ্তরের অফিস রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই রাজনীতি শুরু হয়েছে। সরকারকে আক্রমণ করল কংগ্রেস। কংগ্রেসের মিডিয়া ইনচার্জ কে কে মিশ্র টুইট করেছেন, "আজ প্রিয়াঙ্কা গান্ধী জি মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করেছেন। দুর্নীতির ফাইলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার প্রচারণাও শুরু হয়েছে। সাতপুরা ভবনে আগুন। পনেরো দিন আগে ভোপালে এক সাংবাদিক সম্মেলনে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সরকারি অফিসগুলিতে আগুন লাগার ঘটনা শুরু হবে।'