নিজস্ব সংবাদদাতা: দিল্লির ত্রিলোকপুরী মেট্রো স্টেশনের সিগন্যালিং রুমে আগুন লেগেছে। চারটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ চলছে বলে জানাল দিল্লি দমকল বিভাগ।
নতুন আপডেট অনুযায়ী মজলিস পার্ক এবং শিব বিহারের মধ্যে পরিষেবা বিলম্বিত। অন্যান্য সমস্ত লাইনে পরিষেবা স্বাভাবিক। তথ্য দিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
/anm-bengali/media/post_attachments/wikipedia/commons/thumb/0/03/Trilokpuri_Sanjay_Lake_metro_station_(Delhi).jpg/1100px-Trilokpuri_Sanjay_Lake_metro_station_(Delhi)-778652.jpg)