পুড়ে ছাই বস্তি, হুলুস্থুলুকাণ্ড

আজ রবিবার দিল্লিতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার বস্তিতে ভয়াবহ আগুন (Fire) লাগে। জাহাঙ্গীরপুরী কে ব্লকের বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

author-image
SWETA MITRA
New Update
jahangir.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার দিল্লিতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার বস্তিতে ভয়াবহ আগুন (Fire) লাগে। জাহাঙ্গীরপুরী কে ব্লকের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েইআগুননেভানোরজন্যদমকলেরনয়টিগাড়িঘটনাস্থলেপাঠানোছুটে যায়।আগুননেভানোরকাজচললেওএখনওপর্যন্তহতাহতেরকোনওখবরপাওয়াযায়নি।