মহাষ্টমীতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার ১৬ জন

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল শহরে। প্রবল আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে।

author-image
SWETA MITRA
New Update
del fire.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার মহাষ্টমীর দিন বড় রকমের দুর্ঘটনা ঘটে গেল দিল্লিতে। জানা গিয়েছে, আজ পাঞ্জাবন্যাশনালব্যাংকের (পিএনবি) সাবজিমান্ডিক্লকটাওয়ারেরকাছেহরফুলসিংবিল্ডিংয়েরএকটিবাড়িতেএলপিজিসিলিন্ডারবিস্ফোরণ হয়। এরপরেই দাউদাউ করে জ্বলতে থাকে ওই বহুতলের একাংশ। ইতিমধ্যে খবর পেয়ে দমকলেরআটটিগাড়িঘটনাস্থলে (Delhi Fire Services) পৌঁছেছে।শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ আগুন থেকে উদ্ধারকরাহয়েছে১৬জনকে।এখনআগুননিয়ন্ত্রণেরয়েছে বলে জানিয়েছে দমকল। দেখুন ভিডিও...