/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব প্রতিনিধি: আজ দুপুরে প্রায় ১২টা ৩০ মিনিটের সময় বাঁদ্রা–মাহিম রেললাইনের পাশের এলাকায় হঠাৎ আগুন লাগে। কেন্দ্রীয় রেলওয়ের সিপিআরও স্বপনিল নীলা জানান, আগুন লাগার পরে দ্রুতই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
/anm-bengali/media/post_attachments/dd1587c5-2b4.png)
তিনি বলেন, “আমরা আগুন নেভাতে পেরেছি। ট্রেন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এখন স্বাভাবিকভাবে চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপাতত ট্রেনগুলো এই অংশ দিয়ে কম গতিতে চলছে।” ঘটনার কারণে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
#WATCH | Mumbai: On fire breaks out near railway track between Bandra–Mahim, Central Railway CPRO Swapnil Nila says, "... This afternoon, at around 12:30, an incident occurred. We doused the fire, and the train was halted for a while, but it is now running smoothly. To ensure… pic.twitter.com/Rc9wBFCWR0
— ANI (@ANI) November 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us