Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Sxa359wYyvH60oK85WT3.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সন্ধ্যায় মায়াপুরীর একটি কারখানার গুদামে আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে ১৬টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় তারপর আরও ১২ টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
#WATCH | Delhi: We received a fire call at 8:14 pm. 28 fire tenders are deployed here right now at the spot. No casualty has been reported. The fire is under control for now: AK Malik, Fire officer pic.twitter.com/2GZ3VxbJPS
— ANI (@ANI) July 28, 2023
দমকল আধিকারিক এ কে মালিক বলেন, "আমরা রাত ৮টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাই, ঘটনাস্থলে এখন ২৮টি দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us