New Update
/anm-bengali/media/media_files/C7YusZ7dDw7JPfSJdDFQ.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ জানিয়েছে, রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাইয়ের মাইলাপুরের সাইবাবা মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর জন্য তিনটি ফায়ার স্টেশনের ২০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us