/anm-bengali/media/media_files/bESNUZMTSb5okigfIPZE.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের শিল্পতালুক, এমআইডিসিতে। শুক্রবার সকালে রায়গঢ় জেলার মাহাদ এমআইডিসি এলাকায় একটি শিল্প ইউনিটে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১৫ জন ওই ইউনিটের মধ্যে আটকে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কারাখানাটিতে অগ্নিকাণ্ডের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
#Raigad: At least five persons were injured and another 10 trapped in a massive fire after an explosion in a pharmaceutical factory at Mahad MIDC, officials said.
— Siraj Noorani (@sirajnoorani) November 3, 2023
The deafening blast was heard around 11 a.m. and then thick dark smoke was seen emanating from factory premises ⤵️ pic.twitter.com/OOIAdnjghl
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ মাহাদ এমআইডিসি এলাকায় রাসায়নিক কারখানার একটি ইউনিটে ভয়াবহ আগুন লাগে। সেই সময় ওই ইউনিটের ভিতর শ্রমিকেরা কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। অগ্নিদগ্ধ ৫ শ্রমিককে ইতিমধ্যে বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জন শ্রমিক ওই ইউনিটের মধ্যে আটকে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাণহানি ঘটতে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us