হায়দ্রাবাদে আইটি অফিসে অগ্নিকাণ্ড

দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: হায়দ্রাবাদের মাধাপুরে অবস্থিত CAMELQ Software Solutions-এর অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আপটাউন সাইবারাবাদ বিল্ডিংয়ের (১০০ ফিট রোড, আয়াপ্পা সোসাইটি) ওই অফিসে এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Fire

দমকলের মাধাপুর স্টেশনের একটি ওয়াটার বোসার ও MPT মাধাপুরের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার অফিসার জানিয়েছেন, সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে ভবনের ভেতরে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ধারণা।