New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
Air India flight AI-807 from Delhi with 175 passengers onboard returned due to a suspected fire in the aircraft's air conditioning unit today. The flight landed safely at 6:38 PM: Delhi airport official
— ANI (@ANI) May 17, 2024
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছে, "এয়ার ইন্ডিয়ার এআই-৮০৭ বিমানটি ১৭৫ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে আসা বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগার কারণে দেশে ফিরে আসে। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি। পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে সঙ্গে দমকলের তিনটি ইঞ্জিন মোতায়েন করা হয়।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us