বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ওপর বিশেষ জোর! জানালেন খোদ অর্থমন্ত্রী

২০২৪ কেন্দ্রীয় বাজেট বিশেষ মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
nirmala hty.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "এই কর্মসংস্থান শব্দটি আমি ব্যবহার করেছি এবং আমি দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এটি প্রকাশ করেছি। কর্মসংস্থান বা ‘EMPLOYMENT’ শব্দের প্রতিটি অক্ষরের জন্য, ‘E’হল কর্মসংস্থান, ‘M’হলমধ্যবিত্তের জন্য ইত্যাদি। 

nirmala sitharaman lskks.jpg

নিচে নামলে এবারের বাজেটে যা আছে সবই ধরা পড়বে। আমরা খুব স্পষ্টভাবে যুব ও অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ওপর জোর দিয়েছি। প্রতিটি বিভাগের অধীনে, ঘোষণার একটি সেট থাকবে। তাই তারুণ্যের অধীনে কিছু ঘোষণা, এমএসএমই-তে কিছু ঘোষণা। 

nirmala sitaraman.jpg

শিক্ষা, উচ্চশিক্ষার জন্য আমরা দশ লক্ষ ভর্তুকি বা সুদে ভর্তুকি দেওয়া ঋণও দিচ্ছি। এর ফলে সরাসরি উপকৃত হবেন মধ্যবিত্ত পরিবার এবং যাঁরা ভারতে পড়াশোনা করতে চান।” 

Adddd