বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল ৪৮ লক্ষের নাম

নভেম্বরের প্রথম সপ্তাহও ভোটের সম্ভাব্য সময়সীমার মধ্যে রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
voter list application

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিহারে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ৭.৪২ কোটি। খসড়া তালিকায় ৬৫ লক্ষের নাম বাদ পড়লেও আপত্তি ও আবেদন খতিয়ে দেখে শেষ পর্যন্ত ১৭ লক্ষ নাম ফের যুক্ত হয়েছে। তবুও বাদ পড়েছে মোট ৪৮ লক্ষ নাম।

রাজনৈতিক মহলের ধারণা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর খুব শিগগিরই বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। সূত্রের খবর, অক্টোবরের শেষ দিকে ছট পুজোর পরই শুরু হতে পারে প্রথম দফার ভোটগ্রহণ। নভেম্বরের প্রথম সপ্তাহও ভোটের সম্ভাব্য সময়সীমার মধ্যে রয়েছে।

কমিশন জানিয়েছে, voters.eci.gov.in পোর্টালে গিয়েই ভোটাররা নিজেদের নাম তালিকায় আছে কি না তা খতিয়ে দেখতে পারবেন।

voter list

প্রসঙ্গত, বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছিল। গত ১ অগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়ে। বিরোধী দলগুলির অভিযোগ ছিল, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এত নাম মুছে দেওয়া হয়েছে। কমিশন অবশ্য জানায়, খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি জানানোর সুযোগ ছিল ১ সেপ্টেম্বর পর্যন্ত।

সংখ্যার নিরিখে দেখা যায়, ২৪ জুন বিহারে মোট ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। ১ অগস্ট খসড়া তালিকা প্রকাশের পর তা নেমে আসে ৭.২৪ কোটিতে। পরে আরও ৩.৬৬ লক্ষ নাম বাদ দেওয়া হয়। সবশেষে বিভিন্ন আপত্তি খতিয়ে দেখে ২১.৫৩ লক্ষ নাম ফের যোগ করা হয়।