ভারতের অর্থনীতির ক্ষতির আশঙ্কা, সমালোচনায় রবিদাস মেহরোত্র

আমেরিকার অতিরিক্ত শুল্কে ভারতের অর্থনীতির ক্ষতির আশঙ্কা, সমালোচনায় সমাজবাদী পার্টি নেতা রবিদাস মেহরোত্র।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-06 10.24.43 PM

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতের উপর আমেরিকার চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা রবিদাস মেহরোত্র।

আজ লখনউতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের জন্য মোটেই সুখবর নয়। এই অতিরিক্ত শুল্কের ফলে দেশ বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।”

তিনি আরও বলেন, “এই শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি কমে যাবে। বিক্রি কমবে, উৎপাদন কমবে। শিল্পক্ষেত্রের ওপর চাপ বাড়বে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।”

সমাজবাদী পার্টির এই নেতার মতে, কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক স্তরে সমাধানের চেষ্টা করা।

বিশ্লেষকদের মতে, আমেরিকার এই অতিরিক্ত শুল্ক ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এর জেরে দেশীয় শিল্প, বিশেষত রপ্তানিনির্ভর সংস্থাগুলি বড়সড় চাপের মুখে পড়বে বলে আশঙ্কা।