BREAKING: টেনিস খেলায় আপত্তি ! জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় কন্যাকে গুলি করে খুন করলেন বাবা

গুরুগ্রামে কন্যাকে খুন করলেন খোদ পিতা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গতকাল এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গুরুগ্রামের সেক্টর ৫৭। রাধিকা নামের, ২৫ বছর বয়সী এক জাতীয় স্তরের টেনিস খেলোয়াড়কে গুলি করে হত্যা করলেন খোদ তার বাবা। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাধিকার টেনিস অ্যাকাডেমি চালানো নিয়ে তাঁর বাবা দীপক আপত্তি করেছিলেন। তিনি বহুবার রাধিকাকে সেটি বন্ধ করতে বলেন। এই নিয়েই বাবা-মেয়ের মধ্যে বিবাদ চলছিল। শেষপর্যন্ত সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটে। এই বিষয়ে গুরুগ্রাম পুলিশর পিআরও (PRO) সন্দীপ কুমার জানান, “গতকাল খবর পেয়েই পুলিশ হাসপাতলে পৌঁছে যায়। নিহত তরুণীর নাম রাধিকা। তিনি সেক্টর ৫৭-এর বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন টেনিস খেলোয়াড়। তিনি নিজের একটি টেনিস অ্যাকাডেমি চালাতেন। পরে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তদন্ত করে জানতে পারে, তাঁর বাবা দীপক (বয়স প্রায় ৪৯ বছর) তাঁকে গুলি করে খুন করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।”

Murder