রাম মন্দির উদ্বোধন, ফারুক আবদুল্লাহ দিলেন বিশেষ বার্তা

'ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের নয়, গোটা বিশ্বের ছিলেন'।

New Update
farooq.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন মোদিতে আত্মহারা গোটা অযোধ্যা, ঠিক তখনই ভাতৃত্ববোধ বজায় রাখার বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। তিনি নিজে ইন্ডিয়া জোটকে সমর্থনও জানিয়েছেন।

এদিন অযোধ্যার রাম মন্দির নিয়ে তিনি বলেন, “অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে৷ আমি মন্দিরের জন্য যারা প্রচেষ্টা করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই৷ এটি এখন প্রস্তুত৷ আমি চাই সকলকে বলুন যে ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি গোটা বিশ্বের ছিলেন। তিনি ভ্রাতৃত্ব, ভালবাসা এবং ঐক্যের কথা বলেছেন। তিনি সর্বদা মানুষকে মাটি থেকে তুলে নেওয়ার উপর জোর দিয়েছেন এবং কখনও তাদের জিজ্ঞাসা করেননি তোমার ধর্ম কি? বা তুমি কোন ভাষায় কথা বল? তিনি সার্বজনীন বার্তা দিয়েছেন। এখন যেহেতু এই মন্দির খুলতে চলেছে, আমি সবাইকে সেই ভ্রাতৃত্ব বজায় রাখারই অনুরোধ করব”।

 

hiren