BREAKING: কাশ্মীরে ১১ বছর ধরে চলছে ‘জরুরি অবস্থা’ ! ফের গর্জে উঠলেন ফারুক আবদুল্লাহ

কি বললেন ফারুক আবদুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
fghcjvbkn

নিজস্ব সংবাদদাতা : এবার কাশ্মীরের স্টেটহুড ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে গিয়ে, ফের একবার গর্জে উঠলেন ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ। তিনি বলেন,''বিজেপি কথায় কথায় ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা বলে। কিন্তু সেটি তো মাত্র ১৮ মাস স্থায়ী ছিল। কিন্তু এই (জরুরি অবস্থা) ১১ বছর ধরে চলছে।” এরপর তিনি আশাবাদী হয়ে বলেন, “আমি চাই এই বিষয়টি এবার শেষ হোক। এবং আমি আশা করি, সংসদে যারা আছেন, তারা ভারতীয় গণতন্ত্র রক্ষার জন্য এই লড়াই লড়বেন। আমি শুধু এটুকুই চাই।”

farooq abdulah