ব্যর্থ হয়েছে অপারেশন সিঁদুর,পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করুক ভারত ! বিতর্কিত মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ

কি বিতর্কিত মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
farooqabdullahq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে এক বিতর্কিত মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ। তিনি আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে না, যা কাশ্মীরের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।

farooq abdulah

তিনি বলেন,''আমি আশা করি ফের আরেকটা অপারেশন সিঁদুর ঘটবে না। এটার থেকে কিছুই লাভ হয়নি। শুধু আমাদের কাশ্মীরের ১৮ জন মানুষ মারা গিয়েছিল। আমাদের সীমান্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি আশা করি ভারত-পাকিস্তান উভয় দেশই তাদের সম্পর্ক উন্নত করবে। এটাই একমাত্র পথ।"