নিজস্ব সংবাদদাতা : গতকাল শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে গভীর রাতে হওয়া মর্মান্তিক বিস্ফোরণের পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন আহত হয়েছেন। আর এবার এই বিস্ফোরণ নিয়ে এক বড় মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/yY04fuoonfyCX6U9aFlT.webp)
তিনি বলেন,''কবে শেষ হবে এই সব? কেন্দ্র তো ৩৭০ ধারা বাতিল করেছিল, তাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে এর জন্য ৩৭০ ধারা দায়ী নয়। আমরা সন্ত্রাসবাদের সঙ্গে কখনোই ছিলাম না এবং কখনোই থাকব না। আমরা এই সবকিছু চাই না। আমরা শান্তি চাই।"
সন্ত্রাসবাদের সঙ্গে কখনোই ছিলাম না এবং কখনোই থাকব না ! নওগাম বিস্ফোরণ নিয়ে বড় মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ
কি বড় মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ ?
নিজস্ব সংবাদদাতা : গতকাল শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে গভীর রাতে হওয়া মর্মান্তিক বিস্ফোরণের পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন আহত হয়েছেন। আর এবার এই বিস্ফোরণ নিয়ে এক বড় মন্তব্য করলেন ফারুক আবদুল্লাহ।
তিনি বলেন,''কবে শেষ হবে এই সব? কেন্দ্র তো ৩৭০ ধারা বাতিল করেছিল, তাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে এর জন্য ৩৭০ ধারা দায়ী নয়। আমরা সন্ত্রাসবাদের সঙ্গে কখনোই ছিলাম না এবং কখনোই থাকব না। আমরা এই সবকিছু চাই না। আমরা শান্তি চাই।"