কুস্তিগীরদের পাশে কৃষকরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে কৃষকরা। জানা যাচ্ছে, পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে কৃষকদের। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
fp

নিজস্ব সংবাদদাতা: দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী কুস্তিগীরদের সাথে যোগ দিয়েছে কৃষকরা। তারপরেই পুলিশের সঙ্গে কৃষকরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে জানা যাচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেদ করার চেষ্টা করে তারা। কুস্তিগীররা যৌন হয়রানির অভিযোগে ডাব্লিউএফআই প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন।

Info being leaked to WFI chief Brij Bhushan: Protesting wrestlers' big  claim - India Today

ইতিপূর্বেই তারা তাদের পাশে যোগ দাঁড়ানোর জন্য প্রত্যেককে আহ্বান জানিয়েছিলেন। এবার সেই ডাকে সারা দিয়েছে কৃষকরা। দিল্লি পুলিশ জানিয়েছে, একদল কৃষক ধর্ণা মঞ্চে যাওয়ার জন্য ব্যারিকেড উলঙ্ঘনের চেষ্টা করে। তবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সুবিধা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএফএমডি-এর মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে আইন মেনে চলার বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে।