ভিডিও: মহিলাকে কষিয়ে থাপ্পড়! রাগে ফেটে পড়ল কৃষকরা! শুরু অবরোধ

দেশজুড়ে একটা দীর্ঘ সময় ধরে কৃষক আন্দোলন চলেছে। এবার আবার বিক্ষোভে ফেটে পড়ল কৃষক সমাজ। রেললাইনে শুরু অবরোধ।

author-image
Anusmita Bhattacharya
New Update
jalandhar

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ট্যুইটারে (Twitter) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয় যেখানে দেখা যায় যে কর্মরত অবস্থায় এক পুলিশকর্মী প্রকাশ্যে এক বয়স্ক মহিলা কৃষককে চড় কষালেন (Police Slap)। রীতিমতো লাঠি উঁচিয়ে তেড়ে গেছেন মহিলার দিকে। উর্দিধারী পুলিশের কাণ্ডে হতবাক দেশ। চারিদিকে শোরগোল পড়ে গেছে। এবার বিক্ষোভ (Protest) শুরু হল এই ঘটনাকে কেন্দ্র করে। বিক্ষুব্ধ কৃষকরা জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশনে রেললাইনের উপরে বসে এবং রেললাইনকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। কৃষকদের বিক্ষোভের (Farmer Protest) ফলে লুধিয়ানা থেকে জলন্ধর এবং অমৃতসর জলন্ধর-জম্মুর মধ্যে রেলপথে যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়েছে। দিল্লি-কাটরা জাতীয় সড়কে জমি অধিগ্রহণের প্রতিবাদে গুরুদাসপুরে এক বয়স্ক মহিলা বিক্ষোভকারীকে এক পুলিশকর্মী থাপ্পড় মারার ঘোর বিরোধিতা করছে তারা।