রাস্তা ছেড়ে এবার জলে, বুক সমান নদীতে দাঁড়িয়ে বিক্ষোভ কৃষকদের

কাবেরীর (Cauvery water) জল বন্টন নিয়ে সমস্যা যেন কিছুতেই কমতে চাইছে না।

author-image
SWETA MITRA
New Update
cauvery.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার অভিনবভাবে বিক্ষোভ দেখালেন সাধারণ কৃষকরা। কাবেরীর (Cauvery water)জলছেড়েদেওয়ারইস্যুতেতামিলনাড়ুরত্রিচিতেকৃষকরাকাবেরিরজলেদাঁড়িয়েবিক্ষোভদেখান।  কাবেরী নদী থেকে তামিলনাড়ুতে জল ছাড়ার প্রতিবাদে কর্ণাটকের বিভিন্ন অংশে বিক্ষোভ চলছে। কর্ণাটক বনধের ডাক দেওয়া হয়েছে বেশ কয়েকদিন ধরে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্ণাটক জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সুপ্রিমকোর্টকাবেরীওয়াটারম্যানেজমেন্টঅথরিটিএবংকাবেরীওয়াটাররেগুলেশনকমিটিরনির্দেশেহস্তক্ষেপকরতেঅস্বীকারকরারপরেকর্ণাটকেরবিভিন্নঅংশেবিক্ষোভছড়িয়েপড়ে।১২সেপ্টেম্বরেরআদেশেসিডব্লিউআরসিকর্ণাটককেআগামী১৫দিনেরজন্যতামিলনাড়ুতেপ্রতিদিন,০০০কিউসেকজলছাড়ারনির্দেশদিয়েছিল।সিডব্লিউআরসিএইআদেশবহালরেখেছিল। কাবেরী নদী থেকে তামিলনাড়ুতে জল ছাড়ার প্রতিবাদে শনিবার কর্ণাটকের বিভিন্ন অংশে বিক্ষোভ অব্যাহত ছিল। আজ কর্ণাটকের অনেক সংগঠনও বন্ধের ডাক দিয়েছে। এদিকে, মান্ডিয়ায় বেশ কয়েকজন কৃষককে রাস্তায় শুয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। এই লোকদের তাদের ক্ষেতের ফসল ধরে বসে থাকতে দেখা গেছে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্ণাটক জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

 

বিক্ষোভ প্রসঙ্গে কর্ণাটকেরস্বরাষ্ট্রমন্ত্রীজিপরমেশ্বরবলেছেন, যেকোনওপরিস্থিতিমোকাবেলায়পুলিশপুরোপুরিপ্রস্তুতরয়েছে।মহীশূর, মান্ডিয়া, চামরাজনগর, রামনগর, বেঙ্গালুরুএবংরাজ্যেরঅন্যান্যঅংশেকাবেরীনদীউপত্যকারজেলাগুলিতেকৃষকসংগঠনএবংকন্নড়পন্থীসংগঠনগুলিতাদেরক্ষোভপ্রকাশকরেছে।বিক্ষোভকারীরারাজ্যসরকারকেপ্রতিবেশীরাজ্যেজলছেড়েনাদেওয়ারআহ্বানজানিয়েছে।

কর্ণাটকবলছে, কাবেরীনদীরঅববাহিকাঅঞ্চলেসেচেরজলএবংদাঁড়িয়েথাকাফসলেরজন্যপানীয়জলেরপ্রয়োজনেরকথামাথায়রেখেতারাজলছেড়েদেওয়ারঅবস্থানেনেই, কারণবর্ষারবৃষ্টিপাতেরঅভাবেজলেরঘাটতিদেখাদিয়েছে।শুক্রবারচিত্রদূর্গ, বল্লারি, দাভাঙ্গেরে, কোপ্পালএবংবিজয়পুরারমতোজেলাগুলিতেওবিক্ষোভহয়েছে।

বিজেপিনেতাএবংকেন্দ্রীয়মন্ত্রীপ্রহ্লাদজোশীকর্ণাটকেরকংগ্রেসসরকারকেবিষয়টিনিয়েরাজনীতিনাকরারআহ্বানজানিয়েবলেছেনযেকর্ণাটকতামিলনাড়ুকে,০০০কিউসেকজলেরমধ্যে,৫০০কিউসেকজলছাড়তেসম্মতহয়েছে।জাতীয়রাজধানীতেকর্ণাটকেরসমস্তসাংসদএবংকেন্দ্রীয়মন্ত্রীদেরসাথেবৈঠকেবিষয়টিনিয়েআলোচনাকরাহয়েছিল।কেন্দ্রীয়অর্থমন্ত্রীনির্মলাসীতারমণছাড়ারাজ্যেরসমস্তসাংসদএইবৈঠকেউপস্থিতছিলেন।বৈঠকেরপরসিদ্দারামাইয়াসাংবাদিকদেরবলেন, "পর্যাপ্তবৃষ্টিপাতনাহওয়ায়রাজ্যসমস্যায়পড়েছে।২৩০টিতালুকেরমধ্যে১৯৫টিতালুককেখরাকবলিতবলেঘোষণাকরাহয়েছে।শিগগিরইএকটিবৈঠকেআরও২০টিতালুককেখরাকবলিতঘোষণাকরাহবে।“