নিজস্ব সংবাদদাতা: আজ পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে অসংখ্য কৃষক দলবদ্ধভাবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে। তাদের ন্যায্য দাবি শোনেনি কেন্দ্র সরকার। তাই এবার আবার বিক্ষোভের পথে তারা। কিন্তু রাজধানীতে পৌঁছানোর আগেই শম্ভু সীমান্তে বেশ কিছু কৃষককে আটক করল পুলিশ। তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হল।