লন্ডনে রয়ে গেছে পরিবার, ভারতে এসে আর ফেরা হল না তাঁদের কাছে!

'সবাই বলছে কেউ বেঁচে নেই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
air india plane crash

File Picture

নিজস্ব সংবাদদাতা: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কেউ হারিয়েছেন খুড়তুতো ভাইকেও। দুর্ঘটনাস্থল থেকেই AI-171 যাত্রীর এক আত্মীয় এদিন বলেন, “আমার খুড়তুতো ভাই, আমার কাকার ছেলে, বিমানে ছিলেন। তিনি লন্ডন যাচ্ছিলেন। বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমার পরিবারের সদস্যরা আহমেদাবাদে পৌঁছেছেন। কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাইনি। তবে সবাই বলছে কেউ বেঁচে নেই। লন্ডনে তার ব্যবসা ছিল। তার পরিবার সেখানে আছে”।

air1