শ্রমিকদের অপেক্ষায় অপেক্ষারত পরিজনেরা!

আটকে পড়া এক শ্রমিকের ভাই হলেন হরিদ্বার শর্মা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg - 2023-11-24T141208.255 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেলের ধসে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সকলে সুস্থ আছেন এমনটা জানা যাচ্ছে অনেকদিন ধরেই। অনেকেই পরিবারের লোকেদের সাথে কথাও বলেছেন। তবুও সামনা সামনি পরিবারের সদস্যদের না দেখা পর্যন্ত যেন স্বস্তি পারছেন না কেউই। তাই প্রতিটা মুহুর্ত এখন আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যেই কাটছে পরিবার-পরিজনদের।

আটকে পড়া এক শ্রমিকের ভাই হলেন হরিদ্বার শর্মা। তিনিও এখন সিল্কিয়ারা টানেলের কাছে উপস্থিত রয়েছেন। ভাইকে চোখে দেখার কাতর প্রার্থনা করছেন তিনিও। এদিন হরিদ্বার শর্মা জানান, “আমার ছোট ভাই, সুশীল শর্মা, ভিতরে আছে। আজ সকাল ৮টার দিকে তার সাথে আমার কথা হয়েছে। ভিতরে সবাই ভালো আছে, এবং সুযোগ-সুবিধা পাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তাঁর কোনও সমস্যা হচ্ছে কিনা? তিনি বলেছেন যে কোন অসুবিধা নেই। তারা সবাই শীঘ্রই বেরিয়ে আসার আশা করছে”। তারা খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসবে বলেই অনুমান করছেন হরিদ্বার শর্মা। তবে এখন পুরোটায় সময়ের অপেক্ষা।

hiren