জাল ওষুধের কারবার এবার রুখে দেবে এই রাজ্য

'অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
overuse-of-medicine.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাল ওষুধের কারবার রুখতে কড়া পদক্ষেপ শুরু গুজরাটের। রাজ্যব্যাপী ওষুধের দোকানগুলিতে অভিযানের বিষয়ে গুজরাটের ডিজিপি বিকাশ সহায় এদিন বলেন, "আমরা লক্ষ্য করেছি যে স্কুল ও কলেজের কাছাকাছি কয়েকটি চিকিৎসা দোকানে এমন ওষুধ বিক্রি করা হচ্ছে যা কেবলমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমে বিক্রি করা যেতে পারে। আমরা গুজরাটের সমস্ত চিকিৎসা দোকান পরীক্ষা করার এবং এই ধরণের যেকোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রায় ১০০০ পুলিশ দিয়ে দল গঠন করা হয়েছে, যারা সমগ্র গুজরাটে প্রায় ৭,৫০০ চিকিৎসা দোকান পরীক্ষা করেছে। খাদ্য ও ওষুধ বিভাগের কর্মকর্তারা রয়েছেন সেই দলে। চিকিৎসা দোকানের মালিকরা কর্মকর্তাদের সাথে সহযোগিতা করছেন"।

medical-test-for-women-main