/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : উত্তর দিল্লির ওয়াজিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাতিল হয়ে যাওয়া নোট (Demonetised Currency) বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া নোটের মূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ বুধবার জানিয়েছে, অবৈধভাবে নগদ টাকা লেনদেনের বিষয়ে একটি গোপন তথ্য পাওয়ার পরই দিল্লি পুলিশ ওয়াজিরপুর এলাকায় এই অভিযান চালায়। এই অভিযানে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ভর্তি একাধিক ব্যাগ উদ্ধার করা হয়েছে, যা ২০১৬ সালের নভেম্বর মাসে নোট বাতিলের পর থেকে অচল বা অকার্যকর ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা গেছে যে, নগদ টাকায় ভর্তি ব্যাগগুলির সঙ্গে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
দীর্ঘদিন আগে অচল হওয়া নোটের এত বড় চালান বাজেয়াপ্ত হওয়া ইঙ্গিত দেয় যে, এখনও কিছু চক্র এই ধরনের পুরোনো নোট নতুন নোটে রূপান্তর করার (যা সাধারণত মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে করা হয়) অথবা হাওয়ালা লেনদেন বা কালোবাজারে ব্যবহার করার চেষ্টা করছে। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে এবং নোটের উৎস জানতে তদন্ত চলছে।
STORY | Crores in demonetised currency seized in north Delhi's Wazirpur; several detained
— Press Trust of India (@PTI_News) December 11, 2025
Demonetised currency worth several crores has been seized during a raid in north Delhi's Wazirpur area, police sources said on Wednesday.
Acting on a tip-off about illegal cash movement,… pic.twitter.com/1twjAyOKOc
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us