ব্যর্থ মোদী-শাহ! গর্ব করে বললেন মুখ্যমন্ত্রী!

বিজেপির খেলা সফল হয়নি কংগ্রেসের রাজ্যে। সামনেই নির্বাচন। কী বললেন মুখ্যমন্ত্রী?

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আগে রাজ্যে রাজ্যে চলে পালাবদলের খেলা। তবে, কংগ্রেস শাসিত রাজ্য কংগ্রেসেরই আছে। সফল হয়নি নরেন্দ্র মোদী ও অমিত শাহদের উদ্দেশ্য! আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন,"লোকেরা আমাদের সরকারের কাজের প্রশংসা করে। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ রাজস্থান সরকারের পতন ঘটাতে পারেননি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকের সরকারগুলি (অ-বিজেপি) ভেঙে পড়েছে। যদি মানুষ আমাদের সাথে না থাকত, অর্ধেক বিধায়ক চলে যেত। কে ১০ কোটি টাকা ছাড়তে চায়? মানুষ বিজেপির কাছ থেকে প্রতিশোধ নেবে।" 

hiring.jpg