/anm-bengali/media/media_files/0wLzx0PIvrKwiJjX8pAo.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনমুখী কংগ্রেসে জোর টক্কর চলছে। বিজেপি বনাম কংগ্রেস। সরকার পতনের কম চেষ্টা করেনি বিজেপি। কিন্তু মানুষ সেই চেষ্টাকে সফল হতে দেয়নি বলে বার্তা মল্লিকার্জুন খার্গের। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লেখেন, ''বিজেপি রাজস্থানে আমাদের কংগ্রেস সরকারের পতনের সর্বাত্মক চেষ্টা করেছে। অনেক রাজ্যে, বিজেপি পিছনের দরজা দিয়ে সরকার পতন করে নিজস্ব সরকার গঠন করেছে। কিন্তু রাজস্থানের শক্তিশালী ও সাহসী মানুষ কংগ্রেস সরকারের পতন হতে দেয়নি, তাই তারা এখানে আমাদের শত শত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়েছে।আমরা আত্মবিশ্বাসী যে রাজস্থানের জনগণ আমাদের কল্যাণমূলক পরিকল্পনা বিবেচনা করে আবার কংগ্রেসকে নির্বাচিত করবে।''
राजस्थान में हमारी कांग्रेस सरकार को गिराने की भाजपा ने पूरी कोशिश की। कई राज्यों में पिछले दरवाज़े से भाजपा ने सरकारें गिराकर अपनी सरकार बनाई।
— Mallikarjun Kharge (@kharge) October 16, 2023
पर राजस्थान की मज़बूत जनता ने, वीर जनता ने, कांग्रेस की सरकार गिरने नहीं दी तभी उनको यहाँ पर हमारी जन-कल्याण की सैंकड़ों योजनाओं का… pic.twitter.com/865SvWKgFX
/anm-bengali/media/post_attachments/NaEDSTtUhVZ11YraYvYD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us