BREAKING: তিনজন পড়ে গিয়েছিলেন, কেউ সাহায্য করেনি ! শিউরে ওঠার মতো অভিজ্ঞতার কথা শোনালেন প্রত্যক্ষদর্শী

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা :  আজ আরসিবি (RCB)-র বিজয় উৎসব ও বিরাট কোহলিকে একনজর দেখার জন্য, বিপুল ভিড় জমে যায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে। আর এই বিজয় উৎসব একসময় পরিণত হয় এমন এক বিশৃঙ্খল অবস্থায়, যেখানে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর এবার এই ঘটনায় সামনে এল এক প্রত্যক্ষদর্শীর বয়ান। মহেশ নামের এই প্রত্যক্ষদর্শী জানান,''অনেকেই এসেছিলেন বিরাট কোহলি ও আরসিবি টিমকে দেখতে। অনেক মেয়ে জোর করে গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। আমি নিজে তিনজন মেয়েকে পড়ে যেতে দেখেছি, কিন্তু কেউ তাদের সাহায্য করেনি। পুলিশও কিছু করতে পারছিল না, কারণ ভিড় ছিল প্রচণ্ড।”

virat kohli rcb  q