ভারত-ইতালি সম্পর্ক, ভবিষ্যৎ কেমন হবে বলে দিলেন বিদেশমন্ত্রী

প্রতিভার প্রবাহ বৃদ্ধি করবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
s jaishankarty2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইতালির জাতীয় দিবস উদযাপনের জন্য ইতালি দূতাবাসে এই মুহুর্তে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন বিদেশমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকেই বলেন, “আমরা নিশ্চিত যে ভবিষ্যতে, পেশাদার, ছাত্র, শিক্ষাবিদ এবং গবেষকদের গতিশীলতা আমাদের দুই দেশের (ভারত এবং ইতালি) মধ্যে জ্ঞান এবং প্রতিভার প্রবাহ বৃদ্ধি করবে। এখন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হোক বা ইন্দো-ভূমধ্যসাগরীয় অঞ্চলে, উপদ্বীপীয় দেশ হিসেবে, ভারত এবং ইতালি সামুদ্রিক স্বার্থ এবং নৌ চলাচলের ক্ষেত্রে স্বাধীনতা ভাগ করে নেয়। ভারত-ইতালি সম্পর্ক নিঃসন্দেহে ঊর্ধ্বমুখী হবে। একে অপরের সাথে এই সম্পর্কের ধারা নিশ্চিত ভাবে অংশীদাররা কাজে লাগাবে”।

s jaishankar            n