রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকরের

বার্ষিক ভারত–রাশিয়া সম্মেলনের প্রস্তুতি ও আঞ্চলিক–বৈশ্বিক ইস্যুতে আলোচনা; পুতিনকে মোদির শুভেচ্ছা জানান জয়শঙ্কর।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বুধবার তিনি এক্স (টুইটার)-এ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা প্রেসিডেন্ট পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন।

জয়শঙ্কর জানান, আগামী ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে যে প্রস্তুতি চলছে, সেসব বিষয় পুতিনকে অবহিত করা হয়। পাশাপাশি, দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

টুইটে জয়শঙ্কর লেখেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিনের দৃষ্টিভঙ্গি ও পরামর্শ আমি গভীরভাবে মূল্য দিই।”

ভারত–রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে এই সাক্ষাৎকে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।