২ মাসের জন্য পিছিয়ে গেল সব পরীক্ষা!

কোটায় শিক্ষার্থীদের আত্মহত্যা রুখতে নানা পদক্ষেপ নেওয়া হলেও ফের দুই নিট পরীক্ষার্থী আত্মঘাতী হন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের উপর অযাচিত চাপ কি এর কারণ?

New Update
exam1p

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের কোচিং হাব হিসেবে পরিচিত কোটায় ফের ২ পড়ুয়ার আত্মহত্যার খবর এল সামনে। রবিবার দুটি পৃথক ঘটনায় নিট- এর দুই জন পরীক্ষার্থী আত্মঘাতী হওয়ায় চলতি বছরে এখনও পর্যন্ত পড়ুয়ার আত্মহত্যার ঘটনা মোট ২২টি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন দুই মাসের জন্য কোচিং সেন্টারগুলিতে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়ে দিল। রবিবার বিকেল ৩.১৫ নাগাদ আবিষ্কার শাম্বাজি কাসলে জওহর নগরে তাঁর কোচিং ইনস্টিটিউটের বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দেন। ইনস্টিটিউটের তৃতীয় তলের একটি কক্ষে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। এরপরেই আগামী দুই মাসের জন্য সব কোচিং সেন্টারের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কোটা জেলা প্রশাসন।