/anm-bengali/media/media_files/2025/06/21/3b25871fe99de20e12adcded609db134464631474-2025-06-21-14-37-09.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্যানক্রিয়াসের গুরুতর সমস্যা ও মাল্টি অর্গান জটিলতায় ভুগছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন, তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক।
উল্লেখ্য, গত শনিবার রাতে তলপেটে তীব্র যন্ত্রণা ও বমি নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা জানান, তাঁর অগ্ন্যাশয়ে প্রদাহ (প্যানক্রিয়াটাইটিস) রয়েছে। পাশাপাশি ধরা পড়ে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস—এক ভয়াবহ সংক্রমণ, যেখানে অন্ত্রের ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে শরীরকে বিপদে ফেলে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/OvtI6F91Dn8vU4KiHvvO.jpeg)
কলকাতায় চিকিৎসার সময় তাঁকে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছিল।তাঁর হার্ট ও ডায়াবেটিসের সমস্যা চিকিৎসা আরও জটিল করে তোলে। তাই দেরি না করে পরিবারের সম্মতিতে, তাঁকে এইমসে স্থানান্তরিত করা হয়। গত দু’দিন ধরে অবস্থার কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে। চিকিৎসকদের গঠিত মেডিক্যাল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us