‘ভারতীয় সেনাবাহিনীর আরও ২-৩ দিন প্রয়োজন ছিল পাকিস্তানকে বোঝানোর জন্যে’: প্রাক্তন ডিজিপি

'আমাদের নেতৃত্ব অনেক তথ্য জানেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indian army war

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তান সমঝোতা সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন যুদ্ধ এবার থামাই ভালো। তো কেউ আবার বলছেন পাকিস্তানকে এখনও শিক্ষা দিতে হবে। কিন্তু আদপেও কি পাকিস্তান তাঁদের ভুল বুঝতে পেরেছে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন প্রায় প্রত্যেকেই।

এদিন এই প্রসঙ্গেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ বলেন, “একজন ভারতীয় হিসেবে, আমার মনে হয় আমাদের সশস্ত্র বাহিনীর পাকিস্তানকে আঘাত করার জন্য আরও ২-৩ দিন প্রয়োজন ছিল; তারা ইতিমধ্যেই হাঁটু গেড়ে বসেছিল। হাতে সময় পেলে তাঁদেরকে তাঁদের সঠিক জায়গাটা দেখানো যেত। আমাদের নেতৃত্ব অনেক তথ্য জানেন। আন্তর্জাতিক কূটনীতিতে নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে। সরকারকে দেশের বৃহত্তর স্বার্থের দিকে নজর দিতে হবে এবং দেশ অহংকারের ভিত্তিতে কাজ করতে পারে না। তাই এই সবের জন্যেই আমাদের দেশও শান্তির পথেই হেঁটেছে”।