EVM গুলিতে ৯৯ শতাংশ চার্জ রয়েছে, এতো গুলো দিন পরও কীভাবে সম্ভব!

এখনও পর্যন্ত ৪৮টি আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vote counting.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গণনার পারদ দ্রুত হারে ওঠা নামা করছে। এখনও অনেকটা পথ বাকি কিন্তু তারপরও মহারাষ্ট্রে চওড়া হাসি হাসছে বিজেপি। এখনও পর্যন্ত ৪৮টি আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর এখানেই ইভিএমে গলদ ধরলো NCP-SCP।

ddftrgtyuj.png

জলগাঁও কেন্দ্রের প্রার্থী শ্রীরাম পাটিল এদিন বলেন, “রাভার নির্বাচনী এলাকায় যখন গণনা শুরু হয়েছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ইভিএমগুলির ব্যাটারিতে ৯৯ শতাংশ চার্জ রয়েছে। ব্যাটারিগুলিতে কীভাবে ৯৯ শতাংশ চার্জ থাকতে পারে, যদি সেই ইভিএমগুলিতে ভোট দেওয়া হয়। গত ১ মাসে যে ইভিএমে ব্যাটারির শতাংশ কম সেখানে বিজেপির পক্ষে কম ভোট রয়েছে। আর ৯৯ শতাংশ ব্যাটারিযুক্ত ইভিএম গুলিতে বিজেপির পক্ষে সর্বাধিক ভোট রয়েছে। কীভাবে সম্ভব? ৯৯ শতাংশ ব্যাটারিযুক্ত মেশিনে গণনা করা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, তাই এটা বন্ধ করে দিলাম। আমরা নির্বাচন কমিশনে এ বিষয়ে চিঠি দিতে চাই, কিন্তু আমাদের এখানে মোবাইল ফোন আনতে দেওয়া হয়নি”।

Add 1