/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন আজ ঘোষণা করেছেন, ইউক্রেনের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের ২০২৮-২০৩৪ সালের বাজেটে €১০০ বিলিয়ন (একশ’ বিলিয়ন ইউরো) বরাদ্দ রাখা হয়েছে।
ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “ইউক্রেন শুধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, বরং ইউরোপের ভবিষ্যতের অংশ। আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারে দীর্ঘমেয়াদে পাশে থাকব।”
/anm-bengali/media/post_attachments/7a90dcda-f5b.png)
এই অর্থ ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধার, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সংস্কার ও ইইউ মানদণ্ড অনুযায়ী আইন ও শাসনব্যবস্থা গঠনে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। এছাড়া ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পথকে ত্বরান্বিত করাই এই বাজেটের অন্যতম লক্ষ্য।
ইইউ-এর এই পদক্ষেপকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য একে "ঐতিহাসিক প্রতিশ্রুতি" বলে অভিহিত করেছেন।
তবে এই বরাদ্দের বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে এবং তা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
⚡️The EU has planned €100 billion for Ukraine in the long-term budget for 2028-2034, announced European Commission President Ursula von der Leyen.
— BLYSKAVKA (@blyskavka_ua) July 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us