দ্বিতীয় EPIC কার্ডের তথ্য চেয়ে তদন্তের নির্দেশ ! তেজস্বী যাদবকে চিঠি পাটনার ERO-র

মহা বিপদে তেজস্বী।

author-image
Debjit Biswas
New Update
tejashwiyadavq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড (EPIC) নম্বর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার এই বিষয়ে সরাসরি পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আজ পাটনার নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার (Electoral Registration Officer - ERO) রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদবকে এই বিষয়কে কেন্দ্র করেই একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তেজস্বী যাদবের কাছে গতকালের সাংবাদিক সম্মেলনে উল্লিখিত দ্বিতীয় EPIC কার্ডের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ইআরও (ERO) জানিয়েছেন,''এই তথ্যগুলি পেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা সম্ভব হবে।''

Eci