বড় বিপাকে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা ! ৬০.৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করলো ইকোনমিক অফেন্সেস উইং

বড় বিপদে পড়লেন শিল্পা শেঠি।

author-image
Debjit Biswas
New Update
123

নিজস্ব সংবাদদাতা : এবার অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করলো ইকোনমিক অফেন্সেস উইং (EOW)। মুম্বাইয়ের জুহু থানায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে মূল অভিযোগটি করেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী যার নাম দীপক কোঠারি। তিনি দাবি করেছেন যে, তার বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড'-এর একটি ঋণ ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে তার কাছ থেকে ৬০.৪ কোটি টাকার প্রতারণা করা হয়েছে।

shilpa raj kundra.jpg

তার অভিযোগ অনুযায়ী, এই প্রতারণায় শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা এবং একজন অজ্ঞাত ব্যক্তি জড়িত। ইকোনমিক অফেন্সেস উইং (EOW) এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই মামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে এই অভিযোগের পর বলিউড এবং ব্যবসায়ী মহলে এক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।