New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ফের একবার অল্পের জন্য জয় হাতছাড়া হল ভারতের। শেষ মুহূর্তে মহম্মদ সিরাজের উইকেট তুলে নিয়ে একটি সহজ জয় পেয়ে গেল ইংল্যান্ড। ২২ রানে এই ম্যাচটি জিতে নিল ইংল্যান্ড ক্রিকেট টিম। এই জয়ের ফলে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ফের একবার লিড নিয়ে নিল ইংল্যান্ড। এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এখন পরের ম্যাচটি জিতে এই সিরিজে সমতা ফেরাতে পারবে কি ভারতীয় দল ? দেখার বিষয় সেটাই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/uCblMRQUN4fS3CXqmqjW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us