BREAKING: লাইনচ্যুত হল ট্রেন!

এবার কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: লখনউয়ের আয়েশবাগ রেলওয়ে জংশনে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে অভিযোগ দাবি করা হচ্ছে। তারে কিছু ত্রুটি থাকার কারণে এই ঘটনা ঘটল বলে দাবি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন RPF (রেলওয়ে সুরক্ষা বাহিনী) এবং রেলকর্মীরা। ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ayeshbag