আটঘাট বেঁধে ময়দানে ইডি, ফের জালে বড় রাঘববোয়াল?

আবারও ইডির নজরে কোনও বড় রাঘববোয়াল?

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের আবহে একদম আটঘাট বেঁধে ময়দানে নামল ইডি (ED)। আজ শুক্রবার দেশের ১৭টি জায়গায় আচমকাই হানা দিলেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) প্যারাবোলিক ড্রাগস লিমিটেড সম্পর্কিত ১৬০০ কোটি টাকার কথিত ব্যাঙ্ক জালিয়াতির মামলায় দিল্লির ৭ জায়গা, মুম্বইয়ের ৩ জায়গা, চণ্ডীগড়, পঞ্চকুলা এবং আম্বালার সব মিলিয়ে ৭ জায়গা সহ ১৭ টি স্থানে পিএমএলএর অধীনে তল্লাশি চালাচ্ছে।