/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল সন্ধ্যায়, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুঝমাড় জঙ্গলে, ডিআরজি (DRG) ও এসটিএফ (STF)-এর যৌথ বাহিনীর সঙ্গে নকশালদের এক তীব্র গুলির লড়াই হয়। আর আজ এই সংঘর্ষের ফলে নিহত, দুই মহিলা নকশালপন্থীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বাস্তার রেঞ্জের আইজি (IG) পি সুন্দররাজ। এরপর সংঘর্ষস্থলে তল্লাশি চালিয়ে একটি ইনসাস রাইফেল, কিছু মেডিকেল সামগ্রী এবং অন্যান্য বেশকিছু জালি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরপর এই বিষয়ে আইজি (IG) সুন্দররাজ বলেন,“এই এলাকায় এখনও এনকাউন্টার চলছে। সম্পূর্ণ এলাকায় পুলিশি অভিযান জারি রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়েই তল্লাশি চালাচ্ছেন।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
উল্লেখ্য,ছত্তিশগড়ের অবুঝমাড় এলাকা দীর্ঘদিন ধরেই নকশালপ্রভাবিত। নিরাপত্তা বাহিনী এখানে লাগাতার অভিযান চালিয়েই যাচ্ছে।
Narayanpur, Chhattisgarh: The bodies of two female Naxalites were recovered in an encounter between Naxalites and DRG-STF joint forces in the forest of Abujhmad in Narayanpur yesterday evening on 25 June. During the search, an INSAS rifle, a .315 weapon, medical items and other…
— ANI (@ANI) June 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us